Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ডিসেম্বর ২০২১

৫৩তম এসবিএমসি ডে পালিত


প্রকাশন তারিখ : 2021-11-19

আজ দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। যার ওপর দাঁড়িয়ে আছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাব্যবস্থা, আসুন সেই প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে জেনে নিই।

●  নাম: শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়।
●  স্থাপিত: ১৯৬৮ সাল।
●  ভিত্তিপ্রস্তর স্থাপন: ৬ নভেম্বর ১৯৬৪।
●  পূর্বনাম: বরিশাল মেডিকেল কলেজ (বর্তমান নামকরণ করা হয় ১৯৭৭ সালে। নামকরণ করেন আবদুর রব সেরনিয়াবাত)।

বিজ্ঞাপন

● উদ্বোধন করেন: আবদুল মোনায়েম খান, গভর্নর, পূর্ব পাকিস্তান।
● প্রাতিষ্ঠানিক অধিভুক্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়।
● অবস্থান: দক্ষিণ আলেকান্দা (South Alex City), বান্দ রোড, বরিশাল-৮২০০।
কলেজের আয়তন: ৩৩ হেক্টর বা ৮১.৫৪৫ একর (বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাস বিশিষ্ট মেডিকেল কলেজ এটি)।
● স্নাতক: এমবিবিএস, বিডিএস।
● স্নাতকোত্তর: এমএস, এমফিল, ডিপ্লোমা।
● সেশনপ্রতি শিক্ষার্থীর সংখ্যা: এমবিবিএস-২৩০, বিডিএস-৫২ (এ ছাড়া প্রতি সেশনে কয়েকজন প্রবাসী শিক্ষার্থীও এখান থেকে শিক্ষা গ্রহণ করে থাকেন)।
● মোট হল: ৮টি (৩টি ছাত্রদের জন্য, ৩টি ছাত্রীদের জন্য ও ২টি ইন্টার্ন ডাক্তারদের জন্য)।

● হাসপাতাল: ১ হাজার ৫০০ শয্যাবিশিষ্ট (কিন্তু প্রতিদিন রোগী ভর্তি থাকে ২ হাজারের অধিক। এ ছাড়া একটি নতুন ভবন প্রস্তাবিত রয়েছে)।
● কলেজের বর্তমান অধ্যক্ষ: ডা. মো. মনিরুজ্জামান শাহীন।
● হাসপাতালের বর্তমান পরিচালক: ডা. এইচ এম সাইফুল ইসলাম।
● স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ: সন্ধানী, মেডিসিন ক্লাব, যুব রেড ক্রিসেন্ট, বঙ্গবন্ধু ক্লাব।
● বিবিধ: কলেজটির অধীনে একটি নার্সিং ইনস্টিটিউট রয়েছে।
● সংক্ষিপ্ত নাম: শেবাচিম (SBMC)।

● শেবাচিম দিবস: ২০ নভেম্বর।
● ওয়েবসাইট: sbmc.gov.bd।
● ই-মেইল: sbmc@ac.dghs.gov.bd, sbmch@hospi.dghs.gov.bd।

● ৫৩তম এসবিএমসি ডে উপলক্ষে এ মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বরিশালবাসীর প্রাণের দাবি, অবিলম্বে শের-ই-বাংলা মেডিকেল কলেজকে শের-ই-বাংলা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হোক।